রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

বরিশালে ৮মাসে ভোক্তা অধিকার আইনে ৭লাখ ২১ হাজার ২শত টাকা জরিমানা আদায়

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এবারে বিশ^ ভোক্তা দিবসের প্রতিপাদ্য নিয়ে বরিশালে ট্রাক শো, আলোচনা সভা, জেলার বিভিন্ন উপজেলায় প্রচার প্রচারনার উদ্ধোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব, মোঃ সাইফুল হাসান বাদল। (১৫) মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অয়োজনে বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব, মোঃ সাইফুল হাসান বাদল। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, (বিপিএম) পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল চেম্বাস অব কমার্স সহ-সভাপতি আমিনুর রহমান ঝান্ডা,বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি এ্যাড, এস এম ইকবাল,বরিশাল জেলা (ক্যাব) ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, হিরন কুমার দাস মিঠু, সাধারন সম্পাদক রনজিৎ দত্ত সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এখানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া, মহানগর সহকারী পরিচালক সুমি রানি মিত্র ও সাফিয়া সুলতানা। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেন। এসময় শুভেচ্ছা বক্তব্যতে উপ-পরিচালক খন্দকার অনোয়ার হোসেন তাদের কার্যক্রমের একটি পরিসক্ষান তথ্য তুলে ধরে বলেন,২০২০ সালের জুলাই মাস খেকে ২০২১ সালের ফেব্রয়ারী গত ৮ মাসে ৮শত ৩৯টি অভিযানে ১হাজার ৫শত ৮৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭লক্ষ২১ হাজার ২শত টাকা অর্থদন্ড জরিমানা করার মাধ্যমে আদায় করে সরকারী রাজস্ব কোষাগারে প্রদান করা হয়েছে। এসময়কালে ৮৫টি লিখিত অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করে ২৫টি প্রতিষ্ঠানে জরিমানার মাধ্যমে ২লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করার মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে। পাশাপাশি ২৫% হিসাবে অভিযোগকারীদের মাঝে ৫৮ হাজার ৭শত ৫০টাকা প্রদান করা হয়। অপরদিকে কর্মকর্তা-কর্মচারী সংকট থাকা সত্বেও তারা ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক ৪২ টি সেমিনার করা সহ ৬৭টি সচেতন মূলক সভা পরিচালনা করা হয়। এর পূর্বে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও আলোচনা সভার সভাপতি জেলা প্রসাশক সহ ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা ফিতা কেটে প্রচার প্রচারনার ট্রাক শো’র উদ্ধোধন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com