রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

শেরপুর জেলা পুলিশের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক রাজারবাগ ৭১ মঞ্চস্থ

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার মাস, উত্তাল মার্চ উদযাপন উপলক্ষে শেরপুরে মুক্তিযুদ্ধের ঘটনায় নির্মিত ‘রাজারবাগ ৭১থ নাটক মঞ্চস্থ হয়েছে। ১৪ মার্চ রোববার সন্ধ্যায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় “রাজারবাগ ৭১ মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের ৭৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ লাইনে পুলিশের ভূমিকা। একাত্তরের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানী হানাদার বাহিনী ক্যান্টনমেন্ট থেকে ট্যাংক আর বিপুল গোলাবারুদ নিয়ে তারা প্রথমে এগিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। এক পর্যায়ে হামলা করে রাজারবাগ পুলিশ লাইনে। ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তিশালী পাক সামরিক বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের সামনে পিছু না হটে রাজারবাগ পুলিশ লাইনের বীর পুলিশ সদস্যরা সম্মুখ যুদ্ধে অবর্তীণ হন। পুলিশের থ্রি নট থ্রি রাইফেল থেকে গর্জে উঠে প্রতিরোধের প্রথম বুলেট! সূচনা হয় মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধের ইতিহাস। পুলিশ বাহিনীর সেই বীরত্বগাথা আর মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগের সেই বর্ণিল ইতিহাসের প্রেক্ষাপটে রচিত নাটক ‘রাজারবাগ ৭১থ আজকের মঞ্চস্থ এই নাটক নূতন প্রজন্মেকে বাংলাদেশের ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। নাটক শেষে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক শেরপুর জেলার সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, জেলা গোয়েন্দা শাখার ডিবির (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, সদর থানার থানার ওসি তদন্ত বন্দে আলী মিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী সরকার, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ মজু সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাটক মঞ্চায়ন শেষে অভিনেতা-অভিনেত্রীদের সাথে ফটোসেশনে মিলিত হন অতিথিরা। এসময় সংক্ষিপ্ত বক্তব্য শেষে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিল্পকলা মিলনায়তনে বিপুল সংখ্যক দর্শক “রাজারবাগ ৭১” নাটকটি উপভোগ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com