বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি
দেশে কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংকের লভ্যাংশসংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুসারে ব্যাংকগুলো বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৩৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে। এক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ১৭ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ দেয়ার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ব্যাংক সঞ্চিতি সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সময় বাড়ানোর সুযোগ নেয়নি কিংবা বিবেচ্য পঞ্জিকা বছরে এ ধরনের কোনো সুবিধা নেয়া ছাড়াই ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ২ দশমিক ৫ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ন্যূনতম ১৫ শতাংশ বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, তারা বিনিয়োগকারীদের জন্য সক্ষমতা অনুসারে সর্বোচ্চ ১৭ দশমিক ৫০ শতাংশ নগদসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে। ব্যাংকের আর্থিক সক্ষমতা ও শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি সামগ্রিকভাবে বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে অনুষ্ঠিত এক সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রদানের সর্বোচ্চ সীমা বাড়ানো, বিশেষ তহবিল গঠনের মাধ্যমে পুঁজিবাজারে প্রত্যেক ব্যাংকের ২০০ কোটি টাকা বিনিয়োগসহ আরো বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। আর এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের লভ্যাংশসংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণার সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, যার নেতিবাচক প্রভাব পড়ে সূচক ও লেনদেনে।