বরিশালে মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদ্যাপন বছরে শিক্ষা জাতীয় করনের এক দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন, বিক্ষোভ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরকলিপি দিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বে-সরকারী ২য় শ্রেনীর কর্মচারী পরিষদ সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ। রোববার (২১) মার্চ সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র অশি^নী কুমার টাউন হল সম্মুখ সদররোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন কালে শিক্ষকদের দাবী আদায়ে নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ প্রনব বেপারী, প্রধান শিক্ষক রেজাউল করীম, অধ্যাক্ষ হানিফ হোসেন তালুকদার ও জিয়া শাহিন। এসময় তারা স্বারকলিপির মাধ্যমে জানান বে-সরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রায় ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী দীর্ঘ দিন যাবৎ নানা অব্যবস্থাপনা ও অপ্রাপ্তির কারণে পাহাড়সমান বৈষম্যের শিকার হয়ে শিক্ষকতার মত মহান পেশায় থেকে জাতী গড়ার কাজে দায়ীত্ব পালন করে যাচ্ছে। তাই শিক্ষকদের দুঃখ দুর্দশা লাগব করতে ও জাতীয় শিক্ষা উন্নয়নের স্বার্থে এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষেকে চীর স্বরণীয় করে রাখতে একযোগে শিক্ষা জাতীয়করণের এক দফা দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। পরে নগরীতে শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী এক বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক দপ্তরে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।