বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটেনের রানি এলিজাবেথ অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে রোববার (২১ মার্চ) লেখা এক চিঠিতে রানি এলিজাবেথ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির আরো উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রানি তার বার্তায় বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও বিশেষ উৎসবে আপনাকে খুশির সঙ্গে আমার অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে, সেটি আমাদের সম্পর্কের ভিত্তি। এটি এখন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান। রানি বলেন, গত বছর একটি সমস্যাসঙ্কুল বছর গেছে। আমি আশা করি, আমরা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো এবং ভবিষ্যতে আরো ভালো সময় আসবে।