মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

ভ্যাকসিন নেয়ার ১৭ দিন পর করোনায় আক্রান্ত পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেতা-রাজনীতিবীদ পরেশ রাওয়াল। শুক্রবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে নিজেই এ কথা জানান তিনি। উল্লেখ্য, আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার ১৭ দিন আগে (৯ মার্চ) ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। টুইটারে পরেশ রাওয়াল লিখেছেন, ‘দুর্ভাগ্যক্রমে আমি কোভিড-১৯ এ আক্রান্ত। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে টেস্ট করিয়ে নেবেন।’ গত ৯ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। টুইটারেই বিষয়টি জানিয়েছিলেন তিনি। ভ্যাকসিন নেয়ার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজ্ঞানী, চিকিৎসাকর্মী ও সম্মুখসারিতে কাজ করা ব্যক্তিদের ধন্যবাদ জানান। এর আগে তার স্ত্রী স্বরূপ রাওয়ালও করোনার টিকা নেন।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৬২ হাজার ২৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে আমির খান, রনবীর কাপুর, কার্তিক আরিয়ান, মনোজ বাজপেয়ীদের মতো বিখ্যাত ভারতীয় অভিনয়শিল্পীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন- সালমান খান, সঞ্জয় দত্ত, ধর্মেন্দ্রসহ অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com