ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাববিস্তারকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় জাহেদ উদ্দিন নামেএক মেম্বার প্রার্থী মারাত্বক ভাবে আহত হয়। এর প্রতিবাদে শুক্রবারসন্ধ্যায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি বাজারে তাঁর সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করে। তমরদ্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিরাজ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা সদস্য সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন, ইউপি সদস্য প্রার্থী ছাইফুল, সাবেক ইউপি সদস্য বদিউল আলম, ছাত্রলীগ নেতা তুহিন ও ব্যবসায়ী খোকন।সমাবেশে বক্তারা জাহেদ মেম্বারের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান। জানাযায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রভাব বিস্তারকে কেন্দ্রকরে তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী এমরান মেম্বারের সমর্থকদের হামলায় আহত হয় একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহেদ উদ্দিন। পরে মমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হলে তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়। জাহেদ উদ্দিন হাতিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক। এই ঘটনায় উভয় পক্ষের আরো ১০জন আহত হয়। এই ঘটনায় জাহেদ উদ্দিনের পিতা সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন বাদী হয়ে মেম্বার প্রার্থী এমরান উদ্দিনকে ১নং আসামী দিয়ে ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে। মামলায় শনিবার দুপুর পর্যন্ত হাতিয়া থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করে। প্রথম দাপে অনুষ্ঠিত সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মত হাতিয়া নির্বাচন হচ্ছে ৭টি ইউনিয়নে। আগামী ১১এপ্রিল এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।