সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

সূচকের ব্যাপক দরপতনে চলছে লেনদেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১

এক দিন ছুটির পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। গতকাল বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এ-দিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৩০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ছয় পয়েন্টে।
গতকাল বুধবার ডিএসইতে ৩০২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে আটটির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে বেলা ১১টা পর্যন্ত ৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ না করার কারণ জানতে চেয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি চারটি হলো: আরএসআরএম স্টিল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফার্মা এইডস ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি চারটি ডিএসই’র রেগুলেশন-২৯ অনুযায়ী ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয়নি। তাই ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর জন্য কোম্পানি চারটিকে চিঠি পাঠিয়েছে ডিএসই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com