সোমবার বিকালে ঝড়ো কাল বৈশাখীর তান্ডবের পর সন্ধ্যায় হঠাৎ দমকা গরম বাতাস। সকালে জমি দেখতে যাওয়ার পর কৃষকের মাথায় হাত! বোরো ধানের সব শিষ শুকিয়ে পুরো জমি সাদা হয়ে গেছে। কিশোরগঞ্জের হাওরাঞ্চলের জমি গুলোর পাশাপাশি হোসেনপুরেও ঘটেছে এ ঘটনা। ক্ষেতের পর ক্ষেত নষ্ট হয়ে গেছে। উপজেলার সিদলা, গোবিন্দপুর, আড়াইবাড়ীয়া, শাহেদল, পুমদি, জিনারী ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমির ধানের সব শিষ শুকিয়ে পুরো জমি সাদা হয়ে গেছে। কোনো জমির পুরো শিষই শেষ আবার কোনো জমির অর্ধেকাংশ শেষ। এ ঘটনায় কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ। অনেকের চোখে আবার পানি। রয়েছে পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দেওয়ার চিন্তাও।যারা ঋণ করে ফসল চাষ করেছেন তাদেরকে দেখা গেছে অসহায় রুপে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, হোসেনপুরে এ বছর মোট ৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড (হীরা) জাতের ধান, বি আর ২৯ ধানে ক্ষতি বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে প্রায় ২৫০ শত হেক্টর জমির ধানের এ ক্ষতি হয়েছে। হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, অতি গরম আবহাওয়ায় এমনটা হয়েছে। ফুল আসা ধান সব চিটা হয়ে শুকিয়ে যাচ্ছে। ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের কৃষি কর্মকর্তারা উপজেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। বিষয়টি সত্যিই দুভার্গ্যজনক।