গাইবান্ধার পলাশবাড়ীতে হঠাৎ ঘুর্ণিঝড়ের তান্ডবে বিশাল মুরগীর ফার্ম ভাংচুরসহ পাঁচ শতাধিক মুরগী মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে জানা যায়, গত ৪ই এপ্রিল বিকালে ঘুর্ণিঝড়ের প্রবল তান্ডবে পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের মৃত সাহাবুদ্দিন মন্ডলের পুত্র লুৎফর রহমান মন্ডলের লেয়ার মুরগীর ফার্মে পাঁচ শতাধিক চলতি ডিম দেওয়া লেয়ার পাকিস্তানী মুরগী মারা যাওয়ার ঘটনা ঘটে। তিনটি সেডে ২২শত মুরগী ছিল। তিনটি সেডের মধ্যে ৫শত মুরগীসহ ১টি সেড ভাংচুর হলে ৫শত মুরগী মারা যায়। মুরগী মারা যাওয়ায় ও ফার্ম ভাংচুরে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফার্ম হতে উৎপন্ন মাংস ও ডিম দেশের মানুষের আমিষ ও প্রোটিনের চাহিদা পুরন করে কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করেছিল। তাই মুরগী গুলো মারা যাওয়ায় মালিকের কর্মসংস্থান নষ্ট হয়েছে এবং বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। ফার্ম মালিক বলেন- এমন দূর্ঘটনা ঘটারপরও প্রাণী স¤পদ কিংবা কোন সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা পরিদর্শনে আসেননি এমনকি কোন সহযোগীতা করেনি বলে অভিযোগ করেন। এবিষয়ে জেলা প্রাণী স¤পদ কর্মকর্তা আঃ সামাদ মুঠোফোনে বলেন- আমরা এমন দূর্ঘটনার সংবাদ পাইনি। পরিদর্শন করে সরকারী বিধি মোতাবেক সহযোগীতা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।