রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ ডিম মাংস বিক্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্দ্যেগে গতকাল এই ভ্রাম্যমাণ বিক্রির গাড়ির উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যাক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক, ওসি (তদন্ত) হুমায়ন কবির, ওসি (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ। এ কার্যক্রম ৪৫ দিন চলবে। প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি শহরের বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। এ গাড়ি থেকে এক কেজি দুধ ৬০ টাকা, এক হালি ডিম ২৬ টাকা, এক কেজি ফার্মের মোরগ ১৩০ ও সোনালি মোরগ ২২০ টাকায় কেনা যাবে। তবে জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে এ গাড়ি থেকে কেনাটাকা করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com