শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

আইনজীবীসহ দুই জন হিরোইনসহ আটক

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১

কুড়িগ্রামে এক আইনজীবীর সাথে দুই মাদক ব্যবসায়ী সহ ৩ জনকে ১০ গ্রাম হিরোইন সহ আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে (পৌনে ২ টার দিকে) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামন থেকে তাদের আটক করে টহল পুলিশ। আটককৃতরা হলেন, এডভোকেট আলমগীর হোসেন এবং তার সহযোগী আসাদুজ্জামান সবুজ ও মোস্তাক হোসেন। আলমগীর হোসেন পৌর এলাকার কালে মৌজার প্রফেসর পাড়ার মৃত ওসমান গণির ছেলে। সে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী পিপির দায়িত্বও পালন করেছিলো বলে জানায় পুলিশ। অপর আসামি আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে এবং মোস্তাক হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মূল ফটকের কাছ থেকে এই তিনজনকে মাদক গ্রহণকারীকে টালমাটাল অবস্থায় আটক করা হয়। আটককৃত দের দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন সহ একটি মটর সাইকেল উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুজ পেশাদার মাদকসেবন ও ব্যবসায়ী। সবুজ এর আগে ইয়াবা ও বিভিন্ন মাদক সহ একাধিক বার পুলিশের হাতে গেফতার হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আলমগীর হোসেন নিজেকে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী দাবি করেছেন। এর আগে এরকম নানান অপকর্মের কারনে আলমগীরকে জেলা আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছিল। আর মোস্তাক হোসেন নিয়মিত মাদক পাচারের সাথে জড়িত। কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির ইন চার্জ সাব ইন্সপেক্টর (এসআই) নাজমুস সাকিব সজীব জানান, আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আইনজীবী সহ আটক মাদকাসক্তদের বিরুদ্ধে দ্রষ্টান্ত মুলক শাস্তি দাবি জানিয়েছেন জেলার সচেতন সমাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com