বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

গাইবান্ধার বিশিষ্ট জুতা ব্যবসায়ী হাসান আলীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রানা সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১

গাইবান্ধা শহরের আফজাল সুজ এর সাবেক স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা বাসীর আয়োজনে রবিবার গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন- গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জাসদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি গোলাম মারুফ মনা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, রিপোর্টার্স ইউনিটি গাইবান্ধার সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তনু, গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা নেতা কাজী আবু রায়হান শফিউল্লাহ, ব্যবসায় সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক শফিউল ইসলাম রুবেল, নারী মুক্তিকেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী সহ অনেকে। বক্তারা-গাইবান্ধার বিশিষ্ট জুতা ব্যবসায়ী হাসান আলীকে হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার উপ- দপ্তর সম্পাদক মাসুদ রানার ফাসি চান। সে সাথে থানা থেকে ব্যবসায়ী হাসান আলীকে মাসুদ রানার হেফাজতে তুলে দেয়ায় গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, তদন্ত অফিসার মুজিবুর রহমান ও এসআই এর বরখাস্ত করার দাবী জানান। উল্লেখ্য, গাইবান্ধা শহরে সুদের টাকা দিতে না পাড়ায় গাইবান্ধা আওয়ামীলীগ উপ দপ্তর সম্পাদক মাসুদ রানা কর্তৃক সাবেক আফজাল সুজের মালিক হাসান কে অপরহন করে একমাস নিজ বাসায় রেখে নির্যাতন করে মারে। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। অন্যদিকে ব্যবসায়ী হাসান কে মেরে ফেলার কারনে রবিবার সকালে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ মাসুদ রানাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com