শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট: সমাধানে নেই কার্যকর পদক্ষেপ

কামরুল হাসান ধোবাউড়া (ময়মনসিংহ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে। বিভিন্ন স্থান ও বাহির থেকে পানি সংগ্রহ করে রোগী ও স্বজনদের পানি পান করতে হচ্ছে। হাসপাতালের ভেতরে একটি নলকূপ ছিল সেখান থেকে রোগী ও স্বজনরা বিশুদ্ধ পানি সংগ্রহ করত। কিন্তু সেটিও প্রায় মাসখানেক যাবৎ অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে বিশুদ্ধ পানির সংকট চরমে আকার ধারণ করেছে। সরে জমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫০শয্যা হাসপালের একটি নলকূপ বিকল হওয়ায় বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে। রোগী ও স্বজনদের পানির চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে। বাধ্য হয়ে হাসপাতালের সামনে করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে হাত ধোয়ার স্থান থেকে পানি সংগ্রহ করে খাবার খাচ্ছে। যা অস্বাস্থ্যকর পরিবেশে পানি পান করছে বলেও অনেকে মনে করে। প্রতিনিয়ত হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩-৪ শতাধিক মানুষের বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপ তাও আবার অকেজো। কয়েকজন রোগীর স্বজনরা বলেন, খাবার পানির তীব্র সংকট যার ফলে করোনার জন্য হাঁত ধোয়ার ট্যাপ থেকে পানি সংগ্র করে খাচ্ছি । এছাড়াও একাধিক রোগী অভিযোগ করেন, রাত ২টায় বাথরুম থেকেও পানি সংগ্রহ করে খাচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা হাসান শাহিন বলেন, নলকূপটি মেরামতের চেষ্টা করেছি পানির লেয়ার অনেক গভীরে থাকায় তা সম্ভব হচ্ছেনা। দ্রুত পানির সমস্যা সমাধান করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com