প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরিষাবাডী উপজেলা আওযামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন এর ব্যাক্তিগত অর্থায়নে ৭ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরন করা হয়েছে। গতকাল জামালপুরের সরিষাবাডী উপজেলার পোগলদিঘা ডিগ্রি মহাবিদ্যালয মাঠে প্রতিবারের ন্যায় এবারও পোগলদিঘা, ডোযাইল, আওনা ইউনিযনের ২৪টি গ্রামের মানুষের মাঝে শাডী ও লুঙ্গি এবং মাস্কহীনদের মাস্ক বিতরণ করা হয। বিতরন কালে উপজেলা আওযামীলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, সরিষাবাডী অনার্স কলেজের অধ্যক্ষক্ষ ছরোযার জাহান, পোগলদিঘা ডিগ্রি মহা বিদ্যালযরে অধ্যক্ষ মহেছেনা খাতুন, সরিষাবাডী উপজেলা আওযামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন,সমাজ সেবক জাকির হোসেন জুয়েল,উপজেলা তাতী লীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমী, কলেজের শিক্ষক-কর্মচারী সহ সুধীজন উপস্থিত থেকে শাড়ী ও লুঙ্গী বিতরন করেছেন। এ ব্যাপরে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বিত্তবান ও আওয়ামী লীগের নেতাদের অসহায ও দুঃস্থ মানুষের পাশে বিভিন্ন প্রাকৃতিক দুযোগে ও করোনা প্রাদুভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্যরে হাত বাড়ানো এ ধারাবাহিকতা বাস্তবায়নে অসহায় মানুষদের জন্য বিভিন্ন সহযোগীতা অব্যাহত রেখেছি।