রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

গাঁজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের প্রতিবাদে নেত্রকোণার কলমাকান্দায় এক মানববন্ধন ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সোয়া দুইটায় কলমাকান্দা উপজেলার চাঁনপুর মোড়ে ঘন্টাব্যাপী উপজেলার “ মুসলিম তৌহিদী জনতা “ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে যুবক জহিরুল ইসলাম মামুনের সঞ্চালনায় শান্তিপূর্ণ এ ফিলিস্তিনে ইসরায়েলি বোমা হামলায় গাঁজায় শিশুসহ নিরীহ সাধারণ মানুষের হত্যাকা-ের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, মনাস কেবি ফাজিল মাদ্রাসার প্রভাষক মোস্তফা কামাল ও কলমাকান্দা ফাযিল মাদ্রাসার শিক্ষক মোঃ আলী উসমান যুক্তিবাদী। ওই সময় বক্তারা আরো বলেন, বিশ্ব যখন করোনা মহামারিতে বিপর্যস্ত ঠিক তখনই ইহুদীবাদী ইসরাইলীদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। পরে মানববন্ধন শেষে বিশ্ব শান্তি ও মুসলিম জাতির জান মাল রক্ষায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com