সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

এনআইডি’র বিষয়টি ভাবা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১

আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এটি কোনও নতুন সিদ্ধান্ত নয়। তারপরও যেহেতু বিভিন্ন মহল থেকে আপত্তি আসছে সেক্ষেত্রে আমরা অ্যালোকেশন অব বিজনেস দেখছি বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল সোমবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার সিদ্ধান্ত অনেক আগের। সেই অনুযায়ী আমাদের কাছে সিদ্ধান্তটা কনভে করা হয়েছে মাত্র। তারপরও যেহেতু এটি নিয়ে নানা মহলে কথা হচ্ছে সেজন্য আমরা আবারও মিটিং করবো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ায় এনআইডি নিয়ে জনগণের হয়রানি বাড়বে কীনা তা একটু দেখে বলতে পারবো বলে জানিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, যখন এটা নিয়ে কথাবার্তা বলতে বসবো তখন সব কিছু দেখে না হয় বলবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com