রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

চালকের সচেতনতা পর্যবেক্ষণ করতে টেসলার ক্যামেরা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১

সম্প্রতি টেসলার চালকবিহীন গাড়ির সফটওয়্যারে নতুন আপডেট এসেছে। তাতে ‘অটোপাইলট’ মুডে গাড়ি চালানোর সময় গাড়িতে থাকা চালকের সচেতনতা পর্যবেক্ষণ করা হবে। আর এটা করা হবে গাড়িতে থাকা অভ্যন্তরীণ ক্যামেরার সাহায্যে। অটোপাইলটের মাধ্যমে গাড়ি চালালেও চালককে সব সময় সচেতন থাকতে হয়। কিন্তু অভিযোগ রয়েছে, অটোপাইলট চালু করে অনেকে চালকের আসন ছেড়ে অন্যত্র বসে থাকেন। তবে চালকদের এই ফাঁকিবাজি ধরা পড়বে সফটওয়্যারের এই নতুন হালনাগাদে। অটোপাইলট চালু করে চালকের আসন ছেড়ে গেলে চলে আসবে নোটিফিকেশন।

উল্লেখ্য, চালকের আসন থেকে সরে গিয়েও গাড়ি চালানোর সুবিধা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল টেসলা। সূত্র : বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com