বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা সলঙ্গা কুঠিপাড়া মাদ্রাসায় কোরআনের ছবক সেবা মান উন্নয়নে বিআরটিএ’র গণশুনানি দাগনভূঞা বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহাম্মদ বিজয়ী তাঁর খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল গাজা যুদ্ধ : সদ্যজাত ২১৪ শিশুকে হত্যা করেছে ইসরাইল

ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান মোঃ সবুর তালুকদারকে পেতে মরিয়া সমুদয়কাঠীর ভোটাররা

নিয়াজ মোর্শেদ (পিরোজপুর) স্বরূপকাঠি
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

আমরা নৌকা বা ধানের শীষের প্রতিক বুঝতে চাইনা, আমরা গ্রামের অসহায় ভোটার। আমরা সকলেই শান্তি চাই স্ব স্ব পরিবারের মধ্যে। ভোট দেওয়ার পরিবেশ চাই আর একথাগুলো সমুদয়কাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বহু সাধারণ ভোটাররা গণমাধ্যম কর্মী দের বলেন। আর হ্যা আমরাও বলছিলাম স্বরূপকাঠি উপজেলার মধ্যে সমুদয়কাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা। করোনার কঠিন দুঃসময়ে সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম ধাপের নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু চলতি সময়ে আবারও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচন করার পক্ষে আপাতত মত প্রকাশ করেন। সঠিক তথ্য মতে আগামী ২১ তারিখ হবে প্রথম ধাপের নির্বাচন। আর সেই কারণে বর্তমান সময়ে সমুদয়কাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাধারণ ভোটাররা আটঘাট বেধে নেমেছে ইতিমধ্যে। দল মত নির্বিশেষে ইউনিয়নের বেশীরভাগ লোকজন সত্য ও ন্যায়ের পক্ষে জনমত তৈরী করতে জোর তৎপরতা শুরু করে দিয়েছে। এদিকে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে স্থানীয় রাজনীতির মাঠে দারুণ গ্রুপিং কাজ করছে। প্রাথমিক ভাবে নৌকার টিকিট পাওয়ার যোগ্য দাবীদার ছিলেন বর্তমান চেয়ারম্যান মোঃ সবুর তালুকদার। কিন্তু আওয়ামী লীগের একটা পক্ষ সবুর তালুকদারকে মেনে নিতে পারেনি। তাই বিগত সময়ের রাজনৈতিক রোজনামচা নিয়ে আপাতত কাবু করে বর্তমান চেয়ারম্যান ও নৌকার কান্ডারী মোঃ সবুর তালুকদারকে। যদিও সাধারণ ভোটাররা পরিবর্তন হওয়ার পরও খুশি নয়। তারা নৌকা নয় বরং যোগ্য প্রার্থীর পক্ষে। অবশ্য আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিক নিয়ে পরিবর্তন আনে সমুদয়কাঠীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে। আর সেই আলোকে বর্তমান চেয়ারম্যান মোঃ সবুর তালুকদার সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে যাচ্ছে। এ ব্যাপারে সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সরেজমিনে গণ মাধ্যম কর্মীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ছুটে যান সঠিক তথ্য উদঘাটন করার নিমিত্তে। চায়ের দোকানে আড্ডা দেওয়া সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে অনেক কিছু তথ্য উদঘাটন করেন। কুহুদাসকাঠী, সেহাঙ্গল বাজার, বুদ্ধির বাজার, জুলুহার বাজার, মৈশানী, মেসোন্ডা, সাগরকান্দা। ও দূর্গাকাঠী এলাকায় সরেজমিনে যাওয়া সাংবাদিকরা বহু তথ্য উদঘাটন করেন। কে উপযুক্ত কিংবা কে পাওয়ার ফুল নেতা কিংবা কে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। বহুল অভিনয় ও কথা মালা সাজিয়ে সঠিক তথ্য বের করতে দারুণ হিমশিম খেতে হয়েছে সাংবাদিকদের। নাম না প্রকাশের শর্তে বেশির লোকজন গণ মাধ্যম কর্মী দের জানান নিঃসন্দেহে বর্তমান চেয়ারম্যান মোঃ সবুর তালুকদার এগিয়ে। দলমত নির্বিশেষে বিগত সময় থেকেই যোগ্য দাবীদার মোঃ সবুর তালুকদার। আবার কেহ কেহ বলেন নৌকার কান্ডারী বর্তমান প্রার্থী বিগত সময় থেকে কম বেশি বিতর্ক পিছু ছাড়ছে না। আবার কেহ কেহ বলেন নুতন দুই প্রার্থী একই গ্রামের হওয়ায় স্থানীয় কিছু কিছু ভোটাররা পড়বে বেকায়দায়।
তবে ভিন্ন কথা বলেন এলাকার বেশ কিছু সাহসী নারী ভোটাররা। তারা অকপটে বলেন সুষ্ঠু ও নিরেপক্ষ ভোট হলে বর্তমান চেয়ারম্যান মোঃ সবুর তালুকদার নিঃসন্দেহে বিজয়ী হবেন। আট ভোট কাটাকাটি হলো ভিন্ন কথা। এদিকে সমগ্র ইউনিয়নের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ নৌকার প্রতিকের জন্য। আর সেটা হল শান্তি ও আদর্শের প্রতিক বর্তমান চেয়ারম্যান মোঃ সবুর তালুকদার। বিগত সময়ে একজন পাকাপোক্ত সফল চেয়ারম্যান মোঃ সবুর তালুকদার। এদিকে এলাকার বেশির ভাগ শিক্ষক ও সুধী মহলের বেশীরভাগ লোকজন শান্তির পক্ষে। তাদের প্রাণের দাবী সমুদয়কাঠী ইউনিয়নের মধ্যে চুরি ডাকাতি সহ সকল অপকর্ম বন্ধ হোক। একজন চমৎকার মানুষ আসুক সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের মসনদে। এ ব্যাপারে ইউনিয়নের সাবেক সহ বহু বর্তমান জনপ্রতিনিধিরা গণ মাধ্যম কর্মী দের বলেন কঠিন নির্বাচন হবে আমাদের ইউনিয়নের মধ্যে। তবে সার্বিক বিবেচনায় বর্তমান চেয়ারম্যান মোঃ সবুর তালুকদার এগিয়ে। এদিকে এলাকার মধ্যে উন্নয়নের রূপকার জনগণের খাদেম বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী মোঃ সবুর তালুকদারের সাথে কথা হয়। তিনি অকপটে বলেন আমি একজন খাদেম সাধারণ মানুষের। আমি বিগত সময়ে এলাকার জন্য কি করেছি তাহা স্থানীয় জনগণ ভালো করেই জানেন। আমি সমালোচনা পছন্দ করি না তাই কোন প্রার্থীর বিষয়ে কোন রকম মন্তব্য নয়। তবে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। জনগন ভোট দেওয়ার অধিকার ফিরে পাক। আমি আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে মেলে ধরতে চেষ্টা করে যাবো মহান আল্লাহ নাম নিয়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com