রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ চরএলাহী নদী ভাঙনে হারাচ্ছে বাড়ী-ঘর, বাড়ছে আতংকে

সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চল চরএলাহি ইউনিয়ন ব্যাপক ভাঙ্গনের কবলে পড়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহীর ৫নং ওয়ার্ডের ক্লোজার ঘাট এলাকার প্রায় ১৩ কিলোমিটার ডাকাতিয়া ও ছোট ফেনীর করাল গ্রাসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে দিন দিন ছোট হয়ে আসছে কোম্পানীগঞ্জ উপজেলার বিস্তির্ন এলাকা। শত শত মানুষ ঘর-বাড়ি হারিয়ে পথের বিখারী হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, দ্রুত সময়ের মধ্যে যদি ক্রসড্যাম নির্মাণ করা না হয়, তাহলে আগামী কিছু দিনের মধ্যে ফসলী জমি, রাস্তা-ঘাট, বাড়ী-ঘর, দোকান-পাট, মসজিদ-মক্তব চরএলাহি বাজার, হাইস্কুল, বোর্ড অফিস নদী গর্ভে বিলীন হয়ে যাবে। স্থানীয় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আমিন উল্যাহ জানান, ক্রসড্যাম নির্মাণ চরএলাহিবাসী তথা কোম্পানীগঞ্জবাসীর গণদাবীতে পরিণত হয়েছে। স্থানীয় ঘাট ইজারাদার ওজি উল্যাহ বলেন, এ পর্যন্ত ১৪-১৫টি টিভি চ্যানেল এ ভাঙ্গনের নিউজ প্রকাশ করেছে কিন্তু এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয় নি। এলাকাবাসী নদী ভাংজ্ঞন রোধে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এবং জোর দাবি জানাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com