কক্সবাজারের মহেশখালী উপকূলের বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। ৫ জুন শনিবার উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইট পাড়া ও জাইল্যা পাড়া এবং ধলঘাটাসহ বিধ্বস্ত ৫ শত পরিবারের মাঝে মানবিক সহায়তা সরূপ নগদ অর্থ এবং শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন এতদাঞ্চলের জনসাধারণের প্রতি অগাধ ভালবাসা আছে বিধায় আজ আমি বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শনে আসছি। তিনি আরো বলেন আগামি ডিসেম্বরে টেকসই বেড়িবাঁধের কাজ শুরু হবে। পাশাপশি ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বাড়ীঘর-দোকানপাট তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত, হতদরিদ্র, অসহায় পরিবারকে পুণঃবাসনের আশ্বাসও দেন। তবে স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ চায়। তারা ত্রাণ চায় না। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুব দিয়ার আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাফুজুর রহমান, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ, জেলা পরিষদের সদস্য মাষ্টার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক রুহুল, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম ছমি উদ্দীন এবং সাধারণ সম্পাদক এসএম আবু হায়দার প্রমূখ।