রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জাহাঙ্গীর কবির জানান, তিন লাখ তিন হাজার ৮৯৩টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয়মাস থেকে ১১মাস বয়সী শিশু রয়েছে ৩০ হাজার ১৮৯টি এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী শিশু রয়েছে ২লাখ ৭৩হাজার ৭০৪টি। আগামী ১৯জুন পর্যন্ত জেলার ১৫৮৭টি কেন্দ্রে শিশুদের এই টিকা খাওয়ানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com