রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

ধীরাজ পাল হত্যারহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি

সিলেট ব্যুরো :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

সিলেটের বালাগঞ্জে ইটভাটার ব্যাবস্থাপক ধীরাজ পাল হত্যারহস্য উদঘাটন ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নগরের দক্ষিণ সুরমার আলমপুর এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এসময় সিলেট সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড ও দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন শেষে সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ধীরাজ হত্যা রহস্য এখন উদঘাটিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে, সুষ্টু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবকি জানানো হয়। গত ২৮ মে বালাগঞ্জের গহরপুরে নিজ কর্মস্থলে নৃশংসভাবে খুন হন ধীরাজ পাল। তিনি ওই এলাকার একটি ইটভাটায় ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। নিজ কার্যালয়েই তাকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়। ধীরাজ পাল দক্ষিণ সুরমার আলমপুর এলাকার দিজহ্রন্ত্র পালের ছেলে। এর আগে গত ৩০ মে ধীরাজ পালের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে এলাকাবাসী। তবে ১১ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকান্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় এ পর্যন্ত কয়েকজনে গ্রেপ্তার করা হলেও তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় বৃহস্পতিবার আবার বিক্ষোভ করেন ধীরাজ পালের নিজ এলাকা আলমপুরের বাসিন্দারা। সিটি কাউন্সিলর আজম খানের সভাপতিত্বে ও এলাকার মুরব্বী আব্দুল মান্নানের পরিচালনায় মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, ধীরাজ পাল আমাদের এলাকার একজন শান্তিপ্রিয়, নিরীহ ও স্বজ্জন লোক হিসেবে পরিচিত। কারো সাথেই তার কোনো বিরোধ নেই। তার এমন হত্যাকান্ডের ঘটনায় আমরা পুরো এলাকাবাসীই ক্ষুব্দ ও ব্যতিত। এরকম নীরিহ একজন মানুষের হত্যাকারীদের এখন পর্যন্ত চিহ্নিত ও গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়েছে। বক্তারা বলেন, এতোদিন পরেও এই হত্যাকান্ডের কোনো ক্লু উদ্ধার না হওয়ায় আমরা উদ্বিগ্ন। বক্তারা দ্রুত ধীরাজ হত্যার রহস্য উদঘাটন, খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, সাদিক খান, আব্দুল আহাদ, শামিম কবির, নাজিম উদ্দিন, কবির আহমদ, রাজু পাল, রাসেল আহমদ, রিকন পাল, আব্দুল হাছিব, জাহাঙ্গির আলম, দিপঙ্কর পাল টিপু, আমিন আহমদ, মাসুম আহমদ, জামিল আহমদ, উজ্জ্বল রঞ্জন, হিমেল দেব, নিহতের ছেলে প্রভাকর পাল বাপ্পা, প্রবাল পাল মান্না প্রমুখ। মানববন্ধন শেষে সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদের কাছে ধীরা পাল হত্যা রহস্য উদঘাটনের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ স্মারকলিপি গ্রহণ করে জানান, এ হত্যা রহস্য উদঘাটনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছি। আশা করছি আমরা দ্রুতই হত্যাকারিদের গ্রেপ্তারে সক্ষম হবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com