গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পাশর্^বর্তী সাদুল্লাপুরের ইদিলপুর ইউপি’র কুঞ্জ মহিপুর গ্রামে পুকুরে গ্যাসটোপ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে চিহ্নিত দূর্বৃত্তরা। সরেজমিন তথ্যানুসন্ধ্যানে গেলে পুকুর মালিক নেহেল আমিন ও তার স্ত্রী মনিরা বেগম জানান, তার আপন ভাই আঃ গোফ্ফার গং এবং একই জ্ঞাতির কামরুল সুলতান গংরা দীর্ঘদিন যাবৎ পুকুর মালিক নেহেল আমিনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতের কোন এক সময় প্রতিপক্ষরা নেহেল আমিনের মাছ চাষের পুকুরে গ্যাসটোপ প্রয়োগ করে। এতে করে ছোট বড় বিভিন্ন আকারের প্রায় লক্ষাধিক টাকার মাছ মারা যায়। পুকুরে যেসকল মাছ নিধন করা হয়েছে তার মধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল, কার্প, সিলভার, শিং, মাগুর, কই, বাটা মুশা, পাঙ্গাস ও ব্রিগেট মাছ। ক্ষতিগ্রস্থ মাছের মালিক গ্রামের মহৎ মাতব্বরের পরামর্শক্রমে ওই দিন শুক্রবার সাদুল্লাপুর উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানায় এবং সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এব্যাপারে প্রতিপক্ষ আঃ গোফ্ফার তার বোন পুকুর মালিকের স্ত্রী মনিরা বেগমকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদর্শন করে বলে মনিরা বেগম সাংবাদিকদের জানান।