গাজীপুরের কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৬ তলা একাডেমিক ভবন এবং বিদ্যমান একাডেমিক ভবনের আনুভূমিক ও উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজ দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইলট স্কুলের ৬ তলা একাডেমিক ভবনটি ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি একই বিদ্যালয়ে বিদ্যমান একাডেমিক ভবনের আনুভূমিক ও উর্দ্ধমুখী সম্প্রসারণে ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের ভিত্তি পস্তর স্থাপন করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প দুটি বাস্তবায়ন করছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর কাজ দুটি নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন-কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আরআরএন পাইলট স্কুলের দীর্ঘদিনের চাওয়া নতুন ভবন নির্মাণ করা। আজ এ স্কুলে নতুন দুটি ভবনের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আমার সংসদীয় আসনে শিক্ষা খাতে ৭০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। শিক্ষার প্রসার ঘটাতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনগুলোর কাজ মানসম্মত হচ্ছে কিনা সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এই সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির ও উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।