রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

শেরপুরে নবাগত ওসি মনসুর আহাম্মদ এর সাথে সাংবাদিকের মতবিনিময় 

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

শেরপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ১৪ জুন সোমবার দুপুর ১২টায় সদর থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেরপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এর সভাপতিত্বে ও ওসি তদন্ত বন্দে আলী মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, পুলিশ ও সাংবাদিকের মধ্যে সমন্বয় থাকা দরকার। মূলত সাংবাদিক তৃণমূলের সংবাদ সংগ্রহে যথেষ্ঠ কুটকৌশলী ও পরিশ্রম করে থাকেন। অনেক ক্ষেত্রে সাংবাদিকের মাধ্যমে পুলিশ অনেক তথ্য পেয়ে থাকেন। যার ফলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশি কার্যক্রমে অনেকটাই তথ্য পাওয়া যায়। নবাগত ওসি মনসুর আহাম্মদ বলেন, আমি সদর থানায় নতুন যোগদান করেছি। সদর থানার সার্বিক বিষয়ে আপনারা অবগত। সদর থানার আইনশৃংখলা সুন্দর রাখতে ও মাদক নির্মূলে সাংবাদিকের সহায়তা কামনা করেন তিনি। সাংবাদিকের অনুসন্ধানী রির্পোর্টের মাধ্যমে পুলিশি কার্যক্রম অনেকটা সহায়ক হয়। তাই পুলিশ সাংবাদিক মিলেমিশে সদর থানার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সুন্দর রাখতে কাজ করবে বলে এমনটাই প্রত্যাশা করেন তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com