জমি অধিগ্রহন জটিলতা ও নকসায় ত্রুটি থাকায় থমকে আছে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি আন্তর্জাতিক রেলস্টেশনের নির্মান কাজ। জানা যায়, চিলাহাটি থেকে ভারতীয় সীমান্ত এলাকা পর্যন্ত রেললাইন বসানোর কাজ শেষ হলে, বাংলাদেশ ও ভারতীয় রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে দুই দেশের মধ্যে মালবাহী ফাঁকা ওয়াগানগুলো যাওয়া আসার মাধ্যমে সম্পন্ন হয় উদ্বোধনী কার্যক্রম। দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালী এই উদ্বোধন করেন। চিলাহাটি রেলস্টেশনের উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেড নির্মানাধীন বাকি কাজ গুলো দ্রুত এগিয়ে নিয়ে যান। ইতিমধ্যে স্টাফ কোয়াটার, রেস্ট হাউজ, ব্রীজ সহ বেশকিছু উন্নয়ন কাজ শেষ করে স্টেশন ভবনের কাজ ও লুপ লাইনের কাজ কিছুটাএগিয়ে নিয়ে যায়। বর্তমান এই করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বেগে কাজগুলো এগিয়ে চলছিল। কিন্তু চিলাহাটি রেলস্টেশনের দক্ষিন পূর্ব প্রান্তে ব্যক্তিগত কিছু জমি নিয়ে মালিক পক্ষের সাথে রেল কর্তৃপক্ষের মধ্যে রশি টানাটানি শুরু হয়। অবশেষে সেই জমির মালিকরা রেল কর্তৃপক্ষকে জমি ক্রয় করে নেওয়ার প্রস্তাব করেন এবং সেই জমির টাকা জমিদাতারা পাওয়ার পর লুপলাইন বসার কাজ শুরু করবে মর্মে আলোচনাও হয়। এতে রেল কর্তৃপক্ষ সেই জমি মাপ যোগ করে নেওয়ার পর, কাজ করার প্রস্তুতি নিলে জমিদাতারা জমির টাকা না পাওয়ায় সেই কাজ বন্ধ করে দেয় । অপরদিকে রেলস্টেশনের মূল ভবনের কাজ দ্রুত এগিয়ে চলার এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। কোটি কোটি টাকা ব্যয় করে থমকে যায় চিলাহাটি রেলস্টেশনের কাজটি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক রেলের উর্ধ্বতন ব্যক্তি বলেন,“রেলস্টেশনের নির্মাণ কাজের নকশায় ত্রুটি হওয়ার কারণেই কাজটি বন্ধ রয়েছে। এই ধরনের ঘটনা ইতিপূর্বেও ঘটেছিল”। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের পরিচালকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেডের প্রকল্প পরিচালক মোঃ রোকোনুজ্জামান সিহাব বলেন,“ খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে অশা করি। ”