মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

জনপ্রিয়তায় শীর্ষে শ্রী মিঠুন হালদার আনারসের প্রতীক নিয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়নে

নিয়াজ মোর্শেদ (পিরোজপুর) স্বরুপকাঠি :
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

দৈনিক খবরপত্র পত্রিকার পাঠক ফোরামের সর্বশেষ নির্বাচনী মাঠ জরিপ

শেষ সময়ে স্ব স্ব ইমেজ নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে আটঘর কুডিয়ানা ইউনিয়ন পরিষদের নির্বাচনে। নৌকার কান্ডারী বর্তমান চেয়ারম্যান শেখর সিকদারের জনপ্রিয়তায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আটঘর কুডিয়ানা ইউনিয়নের সাধারণ ভোটাররা।দলমত নির্বিশেষে সকল ভোটারদের মধ্যে স্থানীয় পর্যায়ে জনমত জরিপ পরিচালনা করেন দৈনিক পাঠক ফোরামের সদস্যরা। জরিপে অংশগ্রহণ কারী ভোটাররা স্ব স্ব নিজস্ব মতামত দেয় অকপটে। জরিপে আটঘর কুডিয়ানা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সর্বদিক দিয়ে জনপ্রিয়তায় মেধাবী রাজনৈতিক নেতা শ্রী মিঠুন হালদারের পক্ষে ৫৬% ভোটাররা মতামত পেশ করেন। অপর দিকে ৭৮% ভোটাররা বলেন অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হলে আনারসের প্রতিক মিঠুন হালদার জয়ী হবে। অপর দিকে ৮৮ % ভোটাররা বলেন, শেখর সিকদার নানান কায়দায় চরম বিতর্কিত। ৪৩% ভোটাররা জরিপে বলেন নৌকা নয় বরং আনারসের প্রতিককে নিয়ে যুদ্ধে নেমেছি। ৩৩% ভোটাররা জরিপে বলেন নৌকার কারণে হয়তো আমরা অনেকে মনের ইচ্ছার বাহিরে নৌকার পক্ষে ভোট দিবো। তবে ৪১% ভোটাররা জরিপে বলেন আমরা সকলেই এলাকার উন্নয়ন চাই। আর সেই বিবেচনায় সময়ের আলোচিত সমাজ সেবক, সুশিক্ষিত ও দানবীর শ্রী মিঠুন হালদারের আনারসের প্রতিক নিয়ে শীর্ষে রয়েছে। অন্য দিকে ২৫% ভোটাররা জনমত জরিপে বলেন মানবতার ফেরিওয়ালা মিঠুন হালদার আমাদের সকলের সুনজরে রয়েছে। বাংলার আপেল খ্যাত আমাদের ইউনিয়নে বিগত সময় থেকেই গ্রামের সাধারণ মানুষ দারুণ ভাবে অবহেলিত ছিল। ২১% ভোটাররা জরিপে বলেন হরিহরকাঠী, খায়েরকাঠী, মুসলিম পাড়া, মাহামুদকাঠী, ধলহার, কঠুরাকাঠী, আদমকাঠীর সাধারণ ভোটাররা দারুণ ভাবে জিম্মি স্থানীয় রাজনৈতিক নেতাদের কারণে। সাধারণ ভোটাররা বহু দিন ধরে একজন চমৎকার মানুষ খুজতে ছিল। ১৯% ভোটাররা জরিপে বলেন বিগত সময়ে আশ্বাস ও বিশ্বাস নিয়ে চলে আসছে ইউনিয়ন রাজনীতি। জরিপে ৬৮% ভোটাররা জরিপে বলেন ইউনিয়ন পরিষদের নির্বাচনে এরিমধ্যে সুন্দর পরিবেশের গন্ধ পাওয়া যাচ্ছে মাননীয় মন্ত্রীর বদৌলতে। তীক্ষè বুদ্ধির অধিকারী মাননীয় মন্ত্রী ও সাদা মনের মানুষ এ্যাড শ ম রেজাউল করিমের আর্শীবাদ নিয়ে এরি মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন আবারও জমে উঠতে শুরু করে দিয়েছে। যদিও করোনার কঠিন দুঃসময়ে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। তবে নির্বাচন কমিশনার ও সরকার প্রধানের সদিচ্ছার কারণেই আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন হতে যাচ্ছে। জরিপে ১৮% ভোটাররা বলেন, মিঠুন হালদারের আনারসের প্রতিক নিয়ে সদালাপী ও হাস্যউজ্জাল স্বভাবের কারণে ইতিমধ্যে আটঘর কুডিয়ানা ইউনিয়নের মধ্যে আলোচনায় চলে এসেছে বিগত সময় থেকে। কথা বার্তা, চাল চলন, রাজনৈতিক দূর দর্শীতা, শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক স্বচ্ছলতার দিক দিয়ে বেশ এগিয়ে বর্তমান চেয়ারম্যান প্রার্থী। তবে ১৭% ভোটাররা জরিপে বলেন, সুন্দর মন মানসিকতার কারণেই আজ আমাদের ইউনিয়নের মধ্যে মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে।অন্যদিকে ৩১% ভোটাররা জরিপে বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিক নয় বরং যোগ্য প্রার্থীর পক্ষে জনমত তৈরী করতে সক্ষম হয়েছে সাধারণ ভোটাররা। নৌকা কিংবা ধানের শীষে বিশ্বাসী নয় বরং যোগ্য চেয়ারম্যান দরকার। আর সেই বিবেচনায় মানবতার ফেরিওয়ালা শ্রী মিঠুন হালদার একজন চমৎকার মানুষ নিঃসন্দেহে। বয়সে তরুণ হলেও ইউনিয়ন পরিষদের প্রবীণ ভোটাররা সহ বর্তমান প্রজন্মের তরতাজা ও তরুণ প্রজন্মের অহংকার হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে। আনারসের প্রতিক শ্রী মিঠুন হালদারের চলনে বলনে রয়েছে দারুণ মুন্সিয়ানার সুস্পষ্ট ছাপ। আর্থিক স্বচ্ছলতা দিয়ে ইতিমধ্যে ইউনিয়নের মধ্যে একটা চমৎকার পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। ৩৭% ভোটাররা জরিপে বলেন বর্তমান চেয়ারম্যান শেখর সিকদার গত করোনার কঠিন দুঃসময়ে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তেমন কিছু করেনি। কিন্তু মেধাবী রাজনৈতিক নেতা ও মানবতার ফেরিওয়ালা শ্রী মিঠুন হালদার একটা নজির তৈরী করতে সক্ষম হয়েছে আটঘর কুডিয়ানা ইউনিয়নের মধ্যে। সরকারের পাশাপাশি নিজস্ব পারিবারিক তহবিল থেকে সমাজের হত দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে। হিন্দু ও মুসলিম পরিবারের বেশির ভাগ সদস্যরা জরিপে বলেন, আসলেই আমাদের এলাকায় শ্রী মিঠুন হালদারের মত চমৎকার মানুষ পাওয়া মুসকিল। নিঃসন্দেহে বর্তমান সময়ে আমাদের সকলের সুনজরে রয়েছে চেয়ারম্যান প্রার্থী আনারসের প্রতিক নিয়ে মিঠুন হালদার। আনারসের প্রতিক নিয়ে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছে আটঘর কুডিয়ানা ইউনিয়নের মধ্যে। জরিপের পাশাপাশি এ ব্যাপারে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাধারণ ভোটাররা গণমাধ্যম কর্মীদের বলেন, নিঃসন্দেহে আমরা একজন চমৎকার মানুষ পেয়েছি। আমরা বিগত সময়ে অনেক কিছু দেখেছি। সুষ্ঠু ও নিরেপক্ষ পরিবেশে ভোট হলে এলাকার সাধারণ ভোটাররা সঠিক জবাব দিতে ভুল করবে না। তবে ভিন্ন কথা বলেন কঠুরাকাঠীর বহু হিন্দু পরিবারের সদস্যরা। তারা অকপটে বলেন, আমরা যোগ্য প্রার্থী পেয়েছি এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে। তবে বর্তমান চেয়ারম্যান সেখর সিকদার নানান কাজে বিতর্কীত আমাদের ভোটারদের মাঝে। এদিকে সাদা মনের মানুষ ও মানবতার ফেরিওয়ালা শ্রী মিঠুন হালদারের সাথে কথা হয় পাঠক ফোরামের সদস্যদের সাথে। একান্ত আলাপ চারিতায় তিনি অকপটে বলেন আমি একজন সাধারণ মানুষ। তবে আধুনিক শিক্ষায় সু-শিক্ষিত হয়ে মানব সেবায় নিয়োজিত। মানবতার সেবা করাই আমার অন্যতম ধর্ম। আমি খাদেম হিসেবে নিজেকে বাংলার আপেল খ্যাত আটঘর কুড়িয়ানা ইউনিয়নে মেলে ধরতে চেষ্টা করে যাচ্ছি সকলের আর্শীবাদ নিয়ে। এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছি আনারসের প্রতিক নিয়ে। আমি মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে উজাড় করে দিতে চাই সদা সর্বদা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার জন্য কাজ করে যাবো ইউনিয়নবাসীর জন্য। আমার নির্বাচনীয় প্রতিক হল আনারস। তাই আনারসের প্রতিকের মাধ্যমে আটঘর কুডিয়ানা ইউনিয়নের সকল ভোটারদের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। পাঠকফোরামে আর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন আমি সমালোচনায় বিশ্বাসী নয় তবে মিথ্যাকে আশ্রয়- প্রশ্রয় দেয়ার পক্ষে নই। তবে সত্যের পথে ভালো কাজের জন্য ইউনিয়ন বাসিদের সাথে নিয়ে আগামীর জন্য নিজেকে উজার করে দিতে চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com