করোনা মহামারীতে নিহত দুজন পুলিশ সদস্যের পরিবারের সাথে মত বিনিয়ম ও তাদের আর্থিক অনুদান প্রদান করেছেন জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ মত বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন তিনি। কোভিট-১৯ মহামারীতে গেল বছর প্রাণ হারান জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের পুলিশের উপ পরিদর্শক সুলতান আরেফিন হীরা ও মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পুলিশ সদস্য আশেক মাহমুদ। তাদের বর্তমান পারিবারিক অবস্থা, ছেলে-মেয়েদের পড়াশুনাসহ যাবতীয় খোঁজ খবর নেওয়ার জন্য রোববার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে আমন্ত্রণ জানান মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। পরে তিনি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং দুটি পরিবারকে নগদ ২০ হাজার করে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার উপস্থিত ছিলেন। পুলিশের উপ পরিদর্শক সুলতান আরেফিন হীরা স্ত্রী মরোয়ারা বেগম বলেন, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ স্যার আমাদেরকে ডেকে নিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া সহ পরিবারের সবার খোঁজ খবর নেন এবং বিশ হাজার টাকা আর্থিক সাহায্য করেন। পুলিশ সদস্য আশেক মাহমুদ স্ত্রী মমতাজ আক্তার সুমী বলেন –জামালপুরে এস পি স্যার খুব মনের ভালো মানুষ, আমাদেরকে ডেকে নিয়ে বলেন আমরা কোন আছি, ছেলে মেয়ে লেখাপড়া কোন চলছে বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেন তিনি এবং বেশি হাজার টাকা আর্থিক সহায়তা করেন। এ সময় মমতাজ আক্তার সুমী আরও বলেন-ছেলের জন্য যদি একটি পুলিশের চাকরীর ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো। তার বাবার খুব ইচ্ছে ছিলো ছেলে বড় হয়ে পুলিশ অফিস্যার হবে। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, মানবিকতা হলো সবার উপর। আমি যতদিন বেঁচে থাকবো সাধ্যমত সকলের পাশে থেকে সহযোগীতা করে যাবো।