মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও নিম্ন আয়ের নারী ও পুরুষের আয় বৃদ্ধির জন্য প্রশিক্ষণ (কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ভিশন (আরভি)। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রশিক্ষণে গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৫জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন গাংনী উপজেলা পশু সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাক্তার মো ঃ আরিফুল ইসলাম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫জনের প্রত্যেককে দেশীয় মুরগী পালনের লক্ষে বিনামূল্য ১টি করে কাঁঠের খাঁচা ও ১৩টি মুরগী প্রদান করা হয়।