ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৭নং রামপুর ইউনিয়ন তাঁতীলীগের সম্মেলন গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক সায়ের আলমগীর সরকার টুটুল এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন। উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব মাজাহারুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সভাপতি তাজুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক আমানুল ইসলাম জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান এমরান হোসেন আকন্দ ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নূরুজ্জামান সরকার বকুল, উপজেলা তঁতীলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ খান, মৎস্যজীবীলীগের আহ্বায়ক আজহারুল ইসলাম লটু, আওয়ামীলীগ নেতা মজিবর মাস্টার,বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মনির হোসেন প্রমূখ। সম্মেলনের ২য় পর্বে বাবুল মিয়াকে আহ্বায়ক ও আবুল কালামকে সদস্য সচিব করে রামপুর ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়।