বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

শেরপুরে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন

শেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

শেরপুর সদর উপজেলার একজনসহ ঝিনাইগাতী উপজেলার করোনায় আক্রান্ত ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৪ দিন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার দুপুরে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।

করোনার সাথে যুদ্ধ করে জয়ীরা হলেন শেরপুর সদর উপজেলার আছাদুজ্জামান (৩৪) ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোর কিপার হারুন উর রশিদ (৩২), ঝিনাইগাতী থানার সাব ইন্সপেক্টর সাইদুল ইসলাম (৪৫), পুলিশ সদস্য তোফায়েল আহাম্মেদ (৪২), কালিনগর গ্রামের আজিজের পুত্র শফিকুল ইসলাম সোহাগ (২৫), প্রতাবনগর গ্রামের মন্ডলের স্ত্রী রহিমা বেগম (৬৫)।

ছাড়পত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোখলেছুর রহমান, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ছরোয়ার হোসেন, এসআই অহিদুজ্জামান (ভারপ্রাপ্ত ওসি) প্রমুখ।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর পক্ষ থেকে ২ পুলিশ কর্মকর্তাসহ অন্যান্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেছেন, তারা এখন সবাই সুস্থ। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে শেরপুর জেলায় মোট ৩০ জন করোনা আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দু’একদিনের মধ্যে আরও একটা বড় সংখ্যা ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন শেরপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com