মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

বিশ্বের সবেচেয়ে ছোট গরুর সন্ধান মিলল আশুলিয়ায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ঢাকার আশুলিয়ার চারিগ্রামে সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে ছোট গরু। নাম রাখা হয়েছে ‘রাণী’। উচ্চতা দুই ফুটেরও কম, মাত্র ২০ ইঞ্চি। ২ বছর বয়সী এই গরুটির ওজন ওজন ২৬ কেজি। এরই মধ্যে খর্বাকৃতির এই গরুর দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা।
এদিকে, বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে এরই মধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন গরুটির মালিক আশুলিয়ার চারিগ্রাম এলাকার ‘শিকড় এগ্রো লিমিটেড’। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে সবচেয়ে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।
ঢাকার আশুলিয়ার চারিগ্রাম এলাকায় পাওয়া গরু ‘রাণী’ ভারতের ‘মানিকিয়াম’ এর চেয়েও কম ওজন ও উচ্চতা। ‘বক্সার ভূট্টি’ জাতের এই খর্বাকৃতির গরুটির মালিক গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বরাবরে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক ফিডব্যাক
জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে। শিকড় এগ্রো জানায়, প্রায় ১ বছর আগে কোনো এক মাধ্যমে খবর পেয়ে নওগাঁ থেকে গরুটি সংগ্রহ করে আশুলিয়ার এই ফার্মে লালন-পালন করা হচ্ছে। দিনে দুবার খাবার দিতে হয়। তবে অন্য গরুর তুলনায় এর খাবারের পরিমাণ লাগে অনেক কম। শিকড় এগ্রোর এক কর্মকর্তা জানান, ইন্টারনেট ঘেটে স্টাডি করে দেখে তারা জানতে পেরেছে- এটিই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু। এটি এখন কুরবানির উপযুক্ত। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ‘রাণী’কে রেকর্ডভুক্ত করতে গত ২ জুলাই রাত ১২টার পর আবেদন জানানো হয়েছে। ওই আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ একটি রিপ্লাইও দিয়েছেন। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়া সম্পন্ন করেই তারা আগামী ৯০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে সিদ্ধান্ত জানাবে। গরুটি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। এর ওজন এবং উচ্চতা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এটিই হয়তো বিশ্বের সবচেয়ে ছোট গরু হবে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে প্রাণি সম্পদ গবেষণা ইনিস্টিটিউটের প্রাণি স্বাস্থ্য গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুস সামাদ জানান, ‘জেনেটিক ডিজ অর্ডার বা জীনগত ত্রুটির কারণে আসলে এটা হচ্ছে। এটা অন্য কোনো কারণ না। এটাই হচ্ছে মেজর কারণ। এছাড়া ভুটানে এক ধরণের গরু পাওয়া যায়। তবে গরুটির কালার অনেকটা ভুটানের গরুর মতো। উল্লেখ্য, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের ক্যারালা রাজ্যে বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com