সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক

ওবাইদুল আকবর রুবেল ফটিকছড়ি :
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১

ফটিকছড়িতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গৃহ ও ভুমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমানের নেতৃত্ব একটি পরিদর্শন টিম। গত শনিবার (১০ জুলাই) বিকালে উপজেলার পাইন্দং ইউনিয়ন এলাকার ১৮৮ টি ও ফটিকছড়ি পৌরসভার ৮০টি নবনির্মিত ঘরসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক মুমিনুর রহমান। এসময় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌরমেয়র ইসমাঈল হোসেন,নবাগত ইউএনও মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন,ইউপি সদস্য সালাউদ্দীন সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক সুবিধাভোগী পরিবারের মাঝে মানবিক সহয়তা ও বৃক্ষরোপণের জন্য পাঁচটি করে বৃক্ষ প্রদান করেন। এসময় জেলা প্রশাসক মুমিনুর রহমান সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মাননীয় প্রধাণমন্ত্রীর অঙ্গীকার ছিল যে বাংলাদেশের একটি মানুষ ও গৃহহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে একটি পাকা ঘরসহ বন্দোবস্তকৃত ভূমি। ফটিকছড়িতে যে ঘরগুলো দেখেছি যথেষ্ট ভাল লেগেছে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে উপজেলার পাইন্দং, সুয়াবিল, ভূজপুর এবং কাঞ্চননগর ইউনিয়নে ৭০টি ঘর। দ্বিতীয় পর্যায়ে ফটিকছড়ি পৌরসভায় ৭৫টি, খিরামে ১০০টি, পাইন্দং এ ১৯৯টি, ভূজপুরে ৮৮টি, সুয়াবিল ১৩টি, নারায়ণহাটে ১০টি, বাগানবাজারে ৩০টি, ধর্মপুর ১টিসহ সর্বমোট ৬০০ টি গৃহ ও ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘরের চাবি ও জায়গার দলিলাদি বুঝে দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com