সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

চামড়া-পোশাকে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ রফতানি আয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১

মহামারির প্রাদুর্ভাবে চলতি বছর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রফতানি আয়। তবে এর মধ্যেও রফতানির বড় উৎস চামড়া ও পোশাকে দেখা গেছে বড় প্রবৃদ্ধি। সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্য ছিল ৪ হাজার ১০০ কোটি ডলার। কিন্তু রফতানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ৫ শত কোটি ডলার বেশি আয় করতে পারেনি রফতানি খাত। সে হিসাবে লক্ষ্যের চেয়ে আয় কমেছে ৫ দশমিক ৪৭ শতাংশ।
অন্যদিকে আগের বছরে রফতানির পরিমাণ ছিল ৩ হাজার ৩৬৭ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবেই প্রবৃদ্ধি ১৫ দশমিক ১০ শতাংশ অর্জিত হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রফতানিকারকরা বলছেন, মহামারির প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে শ্লথ অর্থনীতি বজায় থাকায় রফতানি খাতে প্রবৃদ্ধি অর্জন করতে পারলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার পেছনে করোনাকে দুষছেন বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান। তিনি জাগো নিউজকে বলেন, ‘ইউরোপে গত এক বছরে তেমন বেচা-বিক্রি হয় নাই। করোনার পাশাপাশি কাচামালের দামের বাড়ার কারণে এবার রফতানি কমেছে। ইপিবির তথ্য বলছে, বছর শেষে দেখা গেছে তৈরি পোশাক খাতে এবারও প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।’
২০২০-২১ অর্থবছরে ৩ হাজার ১৪৫ কোটি ৬৭ লাখ (৩১.৪৫ বিলিয়ন) ডলারের তৈরি পোশাক পণ্য রফতানি করেছে বাংলাদেশ। যা মোট রফতানি আয়ের ৮১ দশমিক ১৬ শতাংশ। ২০১৯-২০ বছরের চাইতে পোশাক রফতানি বেড়েছে ১২ দশমিক ৫৫ শতাংশ। তবে লক্ষ্যের চেয়ে আয় কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ। সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্য ছিল ৪ হাজার ১০০ কোটি ডলার। গত অর্থবছরের শেষ মাস জুনে বিভিন্ন ধরনের পণ্য রফতানি করে ৩৫৭ কোটি ৭৪ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। মে মাসে এই রফতানির পরিমাণ ছিল ৩১১ কোটি ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে রফতানি আয় বেড়েছে ৪৬ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে নিট পোশাক রফতানি হয়েছে ১ হাজার ৬৯৬ কোটি ডলার। এর ফলে প্রবৃদ্ধি বেড়েছে ২১ দশমিক ৯৪ শতাংশ। আর লক্ষ্যমাত্রা বেড়েছে ১ দশমিক ৫৬ শতাংশ। ওভেন পোশাক রফতানি হয়েছে ১ হাজার ৪৪৯ কোটি ৬৭ লাখ ডলার। এ খাতে ৩ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও ১৫ দশমিক ১৫ শতাংশ লক্ষ্যমাত্রা কমেছে।
ফজলে শামীম এহসান বলেন, ‘মিয়ানমারের বাজার আমরা খুব বেশি ধরতে পারিনি। করোনা চলে গেলে ওভেন পোশাকের রফতানি বাড়বে। তখন নিট ও ওভেন উভয়ই পোশাকের রফতানি বাড়বে আগামীতে।’
এ ছাড়া প্রবৃদ্ধিতে ফিরেছে দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি আয়ের উৎস চামড়া খাত। করোনাকে হারিয়ে চামড়া ও চামড়াজাত পণ্যের প্রধান বাজার ইউরোপের দেশগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় রফতানি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ২০২০-২১ অর্থবছরের এই খাত থেকে আয় হয়েছে ৯৪ কোটি ১৬ লাখ ডলার। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ৬ শতাংশ বেশি। একই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে এই খাত থেকে আয় হয়েছিল ৭৯ কোটি ৭৬ লাখ ডলার।
অন্যদিকে, হিমায়িত চিংড়ি রফতানি কমেছে। ২০২০-২১ অর্থবছরে হিমায়িত চিংড়ি রফতানি করে বাংলাদেশ ৩২ কোটি ৮৮ লাখ ডলার আয় করেছে। যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ১ দশমিক ১৫ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে এ খাত থেকে রফতানি আয়ের লক্ষ্য ছিল ৪১ কোটি ৫০ লাখ ডলার। কৃষিপণ্য রফতানি বেড়েছে। ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন কৃষিপণ্য রফতানি করে ১০২ কোটি ৮১ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ২৭ শতাংশ বেশি। পাট রফতানিতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২০-২১ অর্থবছরে ১১৬ কোটি ১৪ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে।
যদিও ২০১৯-২০২০ যা অর্থবছরের আয় হয়েছে ৮৮ কোটি ২৩ লাখ ডলার। এ হিসাবে এই খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৩১ দশমিক ৬৩ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। ওষুধ রফতানিতে ২৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com