সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

‘মহানগর’ দেখে কলকাতা থেকে প্রসেনজিতের ফোন

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

গেল মাসের শেষের দিকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হৈচৈ-তে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। মোশাররফ করিম, জাকিয়া বারী মম, খায়রুল বাসার, শ্যামল, নাসির উদ্দিনকে নিয়ে এ সিরিজটি বানিয়েছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ। মুক্তি পাওয়ার পর থেকে দেশ ও দেশের বাইরে তুমুল সাড়া পাচ্ছে সিরিজটি।
অনুরাগীদের পাশাপাশি দেশ ও দেশের বাইরের বিভিন্ন শিল্পী, নির্মাতা সিরিজটি নিয়ে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। এবার এ নির্মাণের ভূয়সী প্রশংসা করলেন কলকাতার বোম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি। রোববার তিনি কলকাতা থেকে মুঠোফোনে কথা বলেন নির্মাতা আশফাক নিপুণের সঙ্গে। সেই আলাপচারিতার কিছু অংশ নির্মাতা তার ফেসবুকে শেয়ার করেছেন।
তিনি লিখেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজে-ারী অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং আমাকে কল করে ‘মহানগর’ এর ভুয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে উনার সঙ্গে যার পুরাটাই ছিল ‘মহানগর’ নিয়ে। মহানগর এর গল্প, পারফরম্যান্স, কাষ্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছসিত তিনি। ‘মহানগর’ এর গল্প বলার ধরণে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্স উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুণ চরিত্রে মোশাররফ করিম এর অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কম ছিল না!
এটাও বললেন, মোশাররফ করিম ভাইয়ের মত অভিনেতা এখন ঐ বাংলাতেও আর দেখা যায় না। শিশুর মত আগ্রহ নিয়ে ‘মহানগর’ এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তর কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না!
তিনি আরও লিখেন, ইউনিটের সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে বললেন, ‘আপনার সিনেমা বানানো উচিৎ। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিৎ সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com