শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

নওগাঁয় আরও ৩২ জনের করোনা শনাক্ত

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

নওগাঁয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়াল। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্স সেন্টার (এনআইএলএমআরসি) থেকে যে নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তাদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।

আক্রান্তদের মধ্যে নওগাঁর রানীনগর উপজেলায় সাতজন, মহাদেবপুর উপজেলায় ছয়জন, নিয়াতমপুর উপজেলায় আটজন, সাপাহার উপজেলায় সাতজন, ধামইরহাট উপজেলায় একজন, পত্নীতলা উপজেলায় দু’জন এবং বদলগাছী উপজেলায় একজন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ জানান, করোনা আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসক, চারজন স্বাস্থ্যকর্মী রয়েছে। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্স সেন্টারে (এনআইএলএমআরসি) মোট ৭৩জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

নওগাঁর ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্য ৪৯ জনের পজেটিভ আছে। এবং বাকি ৫৬৪ জনের রিপোর্ট এখনো আসেনি।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com