রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

জলঢাকায় বন্যায় হেলে পড়া ব্রিজটি সংস্কার ও মেরামত না করায় চরম দুর্ভোগে এলাকাবাসী

রিয়াদুল ইসলাম জলঢাকা :
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১

নীলফামারী জলঢাকায় গত চার বছর আগে বন্যায় হেলেপড়া ব্রিজ সংস্কার ও মেরামত না করায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। তারা দ্রুত ব্রিজটি মেরামত ও সংস্কার করার দাবী জানান। সরেজমিনে গিয়ে দেখা যায় ডাউয়াবারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর একটি ব্রিজের দুই অংশ ভেঙ্গে গিয়ে মাঝ খানের একটি অংশ দাঁড়িয়ে আছে। পরে এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার মোঃ আব্দুল মালেক(৬০) এর সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান ব্রিজটি ৪নং ওয়ার্ডের কিন্তু ১নং ওয়ার্ডের লোকজন ওই ব্রিজটি দিয়ে বেশি যাতায়াত কওে এছাড়া এই ওয়ার্ডের বাসিন্দারা ইউনিয়ন অফিস, বাজার ও উপজেলা সদরের যোগাযোগের একমাত্র সড়ক এটি। এই ব্রিজ দিয়েই তাদের যাতায়াত করতে হয়।জানা যায় ২০১৭ সালের ১০ আগষ্ট বন্যার পানির স্রোতে ব্রিজটি হেলে পড়লে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরও মানুষ জীবনের ঝুকি নিয়ে এই ব্রিজের উপর দিয়ে চলাচল করছে।বর্তমান পর্যন্ত সেতুটি সংস্কার মেরামত করা হয়নি। তাছারা স্থানীয় লোকজন এর সাথে কথা বলে জানা যায়, আমাদের স্থানীয় নেকবক্ত ও উপজেলা বাজারের সঙ্গে যোগাযোগের মাধ্যম এই সড়ক। আর এই সড়কের উপর নির্মিত ব্রিজটি ত্রানের টাকায় নির্মিত হয় ২০১৭ সালে। সে সময় বন্যার পানিতে সেতুটি হেলে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরে স্থানীয় ওয়ার্ড কমিশনার ও এলাকার লোকজন দুই পাশে বাঁশ দিয়ে পারাপারের জন্য একটি বাঁশের ব্রিজ নির্মাণ করে। পারাপরের জন্য কোন রকম ব্যবস্থা করে। বর্তমানে পারা পারের জন্য বাঁশের ব্রিজটি খুবই ঝুকিপূর্ণ। তাই এলাকাবাসীর দাবী ব্রিজটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হউক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com