রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

দেশের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণটিকার ব্যবস্থা গ্রহণ করেছেন, এমপি চুমকি

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

বিশাল জনসংখ্যার দেশ আমাদের বাংলাদেশ। এতো জনসংখ্যার দেশের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণটিকার ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী ৭ আগষ্ট প্রধানমন্ত্রী গণটিকার কার্যক্রম উদ্বোধন করবেন। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে স্কুল, ইউনিয়ন পরিষদ কার্যালয়, কমিউনিটি ক্লিনিক কার্যালয়ে টিকাদান প্রদান করা হবে। শতভাগ করোনা মুক্ত না হওয়া পর্যন্ত সকলের সচেতন থাকতে হবে। দেশের এই করোনা মহামারীর সময় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কথা জাতি মনে রাখবেন। এই করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে অক্সিজেন সিলিন্ডার দিয়ে স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ যেই মানবতার পরিচয় দিয়েছেন সেই জন্য আবুল খায়ের কোম্পানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দেশের কঠিন সময়ে যারা মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহপাক তাদের সহযোগিতা করবেন। আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে খাদ্য ও আর্থিক সহায়তার মাধ্যমে এলাকার অসহায় গরিব মানুষদের পাশে থাকা। সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পড়ে চলাফেরা করতে হবে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে কেন্দ্রীয় আ’লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি করোনা রোগীদের চিকিৎসার স্বার্থে আবুল খায়ের গ্রুপের দেয়া ছোট ও বড় ২৫ টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের সংশ্লিষ্টদের হাতে তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন-কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, আবুল খায়ের কোম্পানির ডেপুটি ম্যানেজার মুরতুজা মাহফুজ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com