শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে অদ্ভুত মিল সাকিবের!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম কারিগর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটিং-বোলিংয়েও গত দুই ম্যাচে অদ্ভুত মিল দেখা গেছে। গত বুধবার (৪ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৭ বলে ২৬ ও বল হাতে ২২ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। শুক্রবার (৬ আগস্ট) তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে ১৭ বলে ২৬ ও বল হাতে ২২ রানে ১ উইকেট তার নামের পাশে।
ক্রিকেটের ইতিহাস ও রেকর্ড বলছে, একই দলের বিপক্ষে দুইটি ম্যাচে ঠিক একই পারফরম্যান্স আগে কখনো দেখা যায়নি। যা এবার করলেন সাকিব। ব্যাটিং পারফরম্যান্স আর বোলিং ফিগারের মিলেই অদ্ভুত রেকর্ডটি গড়ে ফেলেছেন সাকিব। তবে সাকিবের মিল শুধু ব্যাটিংয়ের রান ও বোলিংয়ের উইকেটের সীমাবদ্ধ নয়। শুধু তা হলে তো আর ভুতূড়ে মিলের কথা বলা হতো না। এ দুই ম্যাচের সাকিবের পারফরম্যান্সে রয়েছে আরো অবাক করা সব মিল। দুই ম্যাচেই সাকিব খেলেছেন ১৭টি বল, দুই ম্যাচেই তার স্ট্রাইকরেট ১৫২.৯৪ এবং দুই ম্যাচেই তিনি হাঁকিয়েছেন ৪টি করে চার। ব্যাটিংয়ের মিল এখানেই শেষ নয়। দুইটি ম্যাচেই সাকিব আউট হয়েছেন ইনিংসের নবম ওভারে। বল হাতেও এমন অবাক বিস্ময় রয়েছে সাকিবের পারফরম্যান্সে। দুই ম্যাচেই তিনি খরচ করেছেন ২২ রান, নিয়েছেন ১টি উইকেট। স্বাভাবিকভাবেই মিল তাই ইকোনমি রেটেও (৫.৫০)। তবে এসবকে ছাপিয়ে দুই ম্যাচেই সাকিব উইকেট নিয়েছেন নিজের চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলটিতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com