নোয়াখালী সেনবাগে করোনা আক্রান্তদের সেবা দিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন এফবিসিসিআই। রোববার দুপুর বারটা সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম মজুমদারের নিকট ১০টি অক্সিজেন সিলিন্ডার, ৫ হাজার মাস্ক ও ৩ টি কনসেনটেটর বিতরন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক,বিশিষ্ট শিল্পপতি ও সান্জি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই পরিচালক ও লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি)ক্ষেমালিকা চাকমা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির,লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নুরুল আমিন,আ’লীগ নেতা ডা, আবুল কালাম, সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও অক্সিজেন ব্যাংকের এডমিন এম এ আউয়াল, ইয়াং হেল্প হিউম্যান বিডির এডমিন রবি, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, সাধারন সম্পাদক ও হ্যালো ছাত্রলীগের এডমিন মাজেদুল হক তানভীর প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন,মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক মো: বাহার উদ্দিন, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব আমান উল্যা, জেলা পরিষদ সদস্যা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া আক্তার বকুল, যুবলীগের সাবেক আহবায়ক আলী আক্কাস রতন,স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান আতিকুর রহমান ভূঞা পলাশ, ঢাকাস্থ সেনবাগ কল্যান সমিতির সাধারন সম্পাদক মো: আজাদ হোসেন, সেনবাগ সরকারী ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোহন সাংবাদিক হারুন, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এফবিসিসিআই পরিচালক,বিশিষ্ট শিল্পপতি ও সান্জি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক সেনবাগে পৌর শহরে অসহায় কিছু মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।