মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ জনকে তাৎক্ষণিক ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালতে। ৮ আগষ্ট রবিবার বিকাল ৬টায় মৌলভীবাজার সদর উপজেলার ঘড়ুয়া মৌজার শ্রীরাইনগর এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দ্বারা অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিন দ্বারা অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ১ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং প্রদত্ত অর্থদন্ডের অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। তবে, দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম পরিচয় জানানো হয়নি।