শরীয়তপুর-নড়িয়া সড়কে বালাখানা নামক স্থানে আজ সকাল অনুমান ১১টায় একটি বিকল্প বেইলী সেতু ধসে পড়ে ১জন নিহত ও ৯জন আহত হয়েছে। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে। পালং মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়,শরীয়তপুর-নড়িয়া সড়কে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এর নামে পাভেল মুন্সি দীর্ঘদিন যাবত একটি ব্রীজ নির্মানের কাজ করছিল। চলমান সড়কে কাজ করার কারনে বালাখানা নামক স্থানে ব্রীজের ঐ স্থানে একটি বিকল্প বেইলী সেতু নির্মান করে যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা করা হয়। ঐ ব্রীজের ১০ জন শ্রমিক কাজ কাজ করছিল। এ সোমবার সকাল ১১টায় মাদারীপুর থেকে আসা পাথরের কুচি ভর্তি একটি ট্রাক ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রীজটি ধসে পড়ে। ঐ সময় ব্রীজের নিচে কাজ করা অবস্থায় থাকা ১০ জন শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হয়। এরমধ্যে নয়ন বেপারী(৩৫) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মজিবর সরদার(৬০) আবু তাহের(৪০) ছবেদ খান(৫৫) দেলোয়ার হোসেন হাওলাদার(৩৫)সহ ৯ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে পালং মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।দূর্ঘটনায় কবলিত ট্রাক এখনো উদ্ধার হয়নি। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোঃ আকতার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।