টাঙ্গাইলে নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। দুইজনের মাঝে একজন আক্রান্ত চিকিৎসক হুগড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। অপরজন মির্জাপুর উপজেলা ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান চিকিৎসক আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায় বলেন, আক্রান্ত ডা. হুগড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি পরিবার নিয়ে পৌর এলাকায় বসবাস করেন। অপরজন মির্জাপুরের ওয়ার্শি ইউনিয়নে নারায়ণগঞ্জ ফেরত।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকছুদা খাতুন জানান, আক্রান্ত ব্যক্তি উপজেলার ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের। সে নারায়ণগঞ্জ থেকে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসে। পরে ৬ মে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
এমআর/প্রিন্স