দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর এলাকায় পানির লাইনের মাধ্যমে পানি সরবরাহ শুরু করলো মেয়র জামিল হোসেন চলন্ত। এটি ছিলো পৌরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, আজ তা পুরন হতে যাচ্ছে। জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এই পৌরসভায় প্রায় সাড়ে ১৭ কিলোমিটার পানির লাইন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় হিলি হাসপাতাল মোড়ে পানির লাইনের উদ্বোধন করেন মেয়র চলন্ত। হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চরন্ত বলেন, দীর্ঘ ২২ বছরের হিলি পৌরবাসীর স্বপ্ন আজ পুরন হতে যাচ্ছে। জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকায় সাড়ে ১৭ কিলোমিটার পানির লাইন স্থাপন করেছি। আজ তার একটি লাইন উম্মচন করলাম। তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে সকল পৌর নাগরিক এই সুবিধা ভোগ করবে এবং সকল পৌর নাগরিককে ফরমের মাধ্যমে পৌরসভায় আবেদন করার আহবান জানানো হলো।