বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

জাজিরা কুন্ডেরচর ব্যাপক নদীভাংগন এক সপ্তাহে ২৮০টি পরিবার নদীগর্ভে বিলীন

শরীয়তপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক ভাবে নদীভাংগন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ৪টি গ্রামে প্রায় ২৮০টি পরিবারের ঘরবাড়ি ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সব গ্রাম গুলো হচ্ছে কুন্ডেরচর আঃ মান্নান মল্লিক কান্দি, বাবুরচর, নুড ুমাদবরকান্দি ও মৃধাকান্দি,সরল খা কান্দি, আব্বাছ বেপারী কান্দি। ইতিমধ্যে বাবুরচর ও নুডু মাদবর কান্দি গ্রামের প্রায় ৮০% ফসলি জমিও বসত ভিটা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। গত চার দিন যাবত নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে।ইতিমধ্যে প্রায় অর্ধশত একর ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে।মানুষ তাদের ঘর বাড়ি সরিয়ে নেয়ার ও সুযোগ পাচ্ছেনা। সেখানে ঘর দরজা ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিতে কাঠমিস্ত্রি ও সংকট প্রকট। কেননা কে কার আগে ঘর বাড়ি সরিয়ে নিবে সেজন্য তাড়াহুড়ো করছে। শতবছরের পুরনো বাপ দাদা ভিটেমাটি ও কবরস্থানসহ সবস্ব গ্রাস করে নিয়ে যাচ্ছে সর্বনাশা পদ্মা। স্থানীয়দের দেয়া তথ্যমতে কুন্ডেরচর ই্উনিয়নের বাবুরচর ১৫০টি পরিবার, নুড মাদবরকান্দি ৭০টি পরিবার, মৃধাকান্দি ৪০টি পরিবার ও আঃ মান্নান মল্লিক কান্দি গ্রামের ২০টি পরিবারসহ মোট ২৮০ টি পরিবার বাপ দাদার ভিটেমাটি হারিয়ে পাশর্^বর্তী সোহরাব মল্লিক কান্দি, গুনগাও এবং আমির মল্লিক কান্দি গ্রামে অন্যেও জমিতে আশ্রয় নিয়েছে। উক্ত গ্রাম গুলোতে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএস কুন্ডেরচর শাখার সোনারতরী মহিলা সমিতি, চম্পা মহিলা সমিতি, বাসšি Íমহিলা সমিতি, ও পবন মহিলা সমিতি অবস্থিত আছে। উক্ত সমিতি গুলোর কমপক্ষে ১২৫ জন গ্রাহক ভাঙ্গন কবলিত হয়ে পাশর্^বতী গ্রামের সোহরাব মল্লিক কান্দি, গুনগাও এবং আমির মল্লিক কান্দি গ্রামে আশ্রয় নিয়েছে।বর্তমানে ভাঙ্গন অব্যাহত রয়েছে। নদী ভাংগন কবলিত নুডু মাদবর কান্দি গ্রামের আবুল কালাম হাওলাদার, আঃ মান্নান রাঢ়ি ও আঃ সাত্তার বেপারী বলেন, পদ্মার ভয়াবহ ভাংগনে আমাদের গ্রাম সহ ৬/৭টি গ্রামে প্রায় ৩শ পরিবার ক্ষতি গ্রস্থ হয়েছে। তাদের বাড়ি ঘর ফসলি জমি পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে েেগছে। ২নং ওয়ার্ডের মেম্বার আবুল বাশার বলেন, আমার এলাকায় ব্যাপক নদী ভাংগন দেখা দিয়েছে। ঘর বাড়ি সরিয়ে নিতে সময় পাওয়া যাচ্ছেনা। বহু লোকজন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে কুন্ডেরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন মাদবর বলেন, কুন্ডেরচর এলাকায় ৬/৭টি গ্রাম নদী ভাংগনে কবলিত হয়ে প্রায় ৩শ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের জমি জমা বাড়ি ঘর নদীতে নিয়ে গেছে।স্থানীয় সংসদস সদস্য ইকবাল হোসেন অপু ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম ভাংগন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বার্হ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া বলেন, কুন্ডেরচর নদী ভাংগনের বিষয়ে আমি চেয়ারম্যানকে তড়িৎ গতিতে ভাংগন কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি ও ক্ষতিগ্রস্থদের তালিকা করে জমা দিতে নির্দেশ দিয়েছি। তালিকা পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com