সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবিটি মুক্তি পায় ২০১৫ সালের ৮ মে। যেখানে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন, ইরফান খান ও দীপিকা পাড়ুকোন। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিলো ছবিটি।
‘পিকু’তে কাজ করার সময় দারুণ সখ্যতা গড়ে উঠে ইরফান খান ও দীপিকা পাড়ুকোনের মাঝে। সময় যত পেরোতে থাকে, বন্ধুত্বও গভীর হতে থাকে।
কিন্তু বন্ধু ইরফান খানের আচমকা চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছেন না দীপিকা পাড়ুকোন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে নিজের আক্ষেপের কথা প্রকাশ করছেন বলিউডের এই অভিনেত্রী।
ইরফান খানের মৃত্যুর পর ‘পিকু’ ছবির একটি দৃশ্য পোস্ট করেছিলেন দীপিকা। যার ক্যাপশনে ‘পিকু’র একটি গানের লাইন লিখেছিলেন তিনি। ‘লামহে গুজার গায়ে…’।
এ বছর পাঁচ বছর পূরণ করল ‘পিকু’। আর এই বছরই চলে গেলেন ইরফান। তাই যেন আরও বেশি করে বিঁধছে বন্ধুর স্মৃতি। সম্পূর্ণ গানটি পোস্ট করে সেই কথাই লিখেছিলেন দীপিকা। যোগ করে লিখেছিলেন, ‘শান্তিতে থেকো প্রিয় বন্ধু।’
এবার দীপিকা শেয়ার করলেন ‘পিকু’র সেটের একটি ভিডিও। যেখানে তাকে ও ইরফান খানকে টেনিস খেলতে দেখা যাচ্ছে। দু’জনের এই খেলার ভিডিও শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘প্লিজ ফিরে এসো।’
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর গত ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান বলিউড অভিনেতা ইরফান খান।
এমআর/প্রিন্স