দেশে ও সারা বিশ্বে যখন করণাভাইরাসের মহামারী চলছে তখন একটি স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক উদ্যোগ “তোমাদের পাশে” যাত্রা শুরু করল। এই সংগঠনটি দেশে কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনা করে শুক্রবার [৩রা সেপ্টেম্বর, ২০২১] খুলনা শহরে একটি মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে। এই কর্মসূচির আওতায় তোমাদের পাশে শহরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান “খুলনা অক্সিজেন ব্যাংক” কে ১০০০ মাস্ক হস্তান্তর করে। এই হস্তান্তর অনুষ্ঠানটি অক্সিজেন ব্যাংকের শিববাড়ি এলাকায় অবস্থিত অফিসে অনুষ্ঠিত হয়। তাছাড়া তোমাদের পাশে সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আরও ৫০০ মাস্ক বিতরণ করে। তোমাদের পাশের কর্মীরা খুলনা প্রেসক্লাব, শিববাড়ি মোড় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করে। এ সময় অনেকের মাঝে উপস্থিত ছিলেন তোমাদের পাশের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক বিপুল চন্দ্র শীল এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ কুমার শীল। এসময় সংগঠনের একজন শুভানুধ্যায়ী সাইফুল ইসলাম সহ আরো বেশ কয়েকজন সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন। “তোমাদের পাশে” খুলনা শহরের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় [এসএসসি ব্যাচ ‘৯৬] এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি কল্যাণমূলক উদ্যোগ। এই উদ্যোগের আওতায় আরো রয়েছে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ, খাবার বিতরণ, বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানাবিধ মানবিক কল্যাণমূলক কাজকর্ম।