রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

নরসিংদীতে বিট পুলিশের উদ্যোগে আলোচনা সভা ॥ সন্ত্রাস ও মাদকমুক্ত জনবল গড়তে চাই-নরসিংদী পুলিশ সুপার

নরসিংদী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম বলেছেন, আমি অনেক আস্থা নিয়ে আপনাদের কাছে এসেছি-কোন মাদক ব্যবসায়ী এখানে থাকবেনা-তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একজন মাদক সেবীকে আইনের আওতায় আসলেই সবকিছু শেষ হয়ে যাবেনা। সাথে সাথে মাদক ব্যবসায়ীকে সমাজ থেকে চিরদিনের জন্য বিদায় করতে হবে এবং তাদেরকে ভয়কট করতে হবে। সকলের সার্বিক সহযোগিতা পেলে আমরা অচিরেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। একজন মানুষ যত খারাপই হউক তার জামিন পাওয়ার অধিকার আছে। কেউ যদি ইচ্ছা করে মাদক ব্যবস্যা ছেড়ে দিতে চায় তাহলে তাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করা হবে। তিনি গত রোববার বিকেলে মেহেরপাড়া ইউপির ৭নং বিট পুলিশ কর্তৃক আয়োজিত বিভিন্ন মামলার আসামীদের পরিবারের সদস্য সাথে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। এতে মেহেরপাড়া ইউনিয়ন এলাকার বিভিন্ন ধরনের ২৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইমমুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতা তৈরির জন্য এই সভা করে বিট পুলিশ। এসময় উপস্থিত আসামীদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, আপনারা মামলার আসামীদের উপস্থিত করে আইনের হাতে তুলে দেন। আমরা আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করবো। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, মাধবদী থানার ওসি মোঃ সৈয়দুজ্জামান, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান, মাধবদী থানা বিট পুলিশের সভাপতি মোঃ জাকির হোসেন ভুইয়া, মেহেরপাড়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, ব্যবসায়ী মোঃ আয়েব আলীসহ এলাকার নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com