শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দ্বিধা করব না—শিক্ষামন্ত্রী

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

করোনায় দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রী ড. দীপু মনি এমপি বলেছেন, “শিক্ষার্থীদের যখন শিক্ষা প্রতিষ্ঠানে আনব, যেহেতু সকল স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে পাঠদান হবে, আশা করছি সংক্রমণ বাড়বে না। তারপরও যদি কোথাও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতেও দ্বিধাবোধ করব না”। শনিবার (১১ সেপ্টেম্বর) জামালপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদানের পূর্বে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ¦ মির্জা আজম এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল), সংস্কৃতিক বিষয় সম্পাদক বাবু অসিম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক মন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, আবুল কালাম আজাদ এমপি, আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, জামালপুর পৌর মেয়র সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।দ্বিতীয় অধিবেশনে আলহাজ্ব মাসুম রেজা রহিম সভাপতি ও আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে সাধারন সম্পাদক করে তিন বছরের জন্য পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com